বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কবিরহাটে ফেসবুকে শিক্ষামন্ত্রীকে কটূক্তির অভিযোগে তদন্ত কমিটি  

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি 

কবিরহাটে ফেসবুকে শিক্ষামন্ত্রীকে কটূক্তির অভিযোগে তদন্ত কমিটি  

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলার ওটারহাট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

অভিযুক্ত ব্যক্তির নাম শাহ মাজেদ হোসেন রনি। তিনি কবিরহাট উপজেলার ওটারহাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক। সোমবার (১৯ জুন) মুঠোফোনে ঘটনার বিষয়টি জানিয়েছেন কবিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত রায়। 

তিনি বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে তিনি সোমবার (১৯ জুন) বিদ্যালয় পরিদর্শনে যান। বিদ্যালয় থেকে ফিরে বিষয়টি ইউএনও ফাতেমা সুলতানাকে বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

ওটারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক বলেন, গত ১৪ জুন বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক রনি নিজের ফেসবুক আইডি হ্যাক হয়েছে দাবি করে কোম্পানিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার জিডি নং-৭৪১। রনি একজন ভালো শিক্ষক বলে ও তিনি দাবি করেন।   
  
তিনি আরও জানান, সোমবার (১৯ জুন) স্কুল ম্যানেজিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অভিযুক্ত শিক্ষক রনিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সিন্ধান্ত বাস্তবায়ন করা হবে। 
   
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক শাহ মাজেদ হোসেন রনি অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমি ছাত্র-ছাত্রীদের ভালোর জন্য বিদ্যালয়ের পড়ালেখায় একটু কড়া-কড়ি আরোপ করি। এটি হয়তো অনেক ছাত্র-ছাত্রীর ভালো লাগে না। এজন্য কিছু শিক্ষার্থী বাহিরের কিছু লোকের প্ররোচনায় এই মিথ্যাচার চালাচ্ছে।   

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান সাধারণ ডায়েরি (জিডি) নেয়ার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।  

কবিরহাট ইউএনও ফাতেমা সুলতানা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।    

টিএইচ